শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের রফিকুল বাঁচতে চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আজিজুল ইসলাম : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাঠি গ্রামের মুনসুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। সে এখন সয্যাসায়ী।

 

রফিকুলের সংসারে ৬ জন সদস্য। এর আগে ভ্যান চালিয়ে তিনি সংসার চালাতেন। কিন্তু হঠাৎ করে তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হন। ৬ মাস ধরে তিনি বিছানাগত রয়েছেন। বর্তমান না খেয়ে দিন কাটছে তার পরিবারের। তার ওপর চিকিৎসার খরচও তিনি যোগাড় করতে পারছেন না। ফলে তিনি ও তার পরিবার খুবই অসহায় হয়ে পড়েছেন। বর্তমান তিনি সাতক্ষীরা মাদার তেরেসা হাসোতালে ডাঃ শরিফুল ইসলামের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।

ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে জানিয়েছেন তার হার্ণিয়া অপারেশন করতে হবে। অপারেশন করার সময় ডাক্তার দেখেন তার মলদ্বারেের নাড়ী পচে গেছে। বর্তমান সেটি ডাক্তার বাইপাস করে রেখেছেন। আরও একটি অপারেশন করতে হবে তার।

দুই কাঠা ভিটেবাড়ী ছাড়া আর কিছুই নেই রফিকুলের। উপার্জন করার মতও কেউ নেই। এরমধ্যে ২ টি অপারেশন করা হয়েছে। সব মিলিয়ে ২ লক্ষ টাকা খরচ হয়েছে। ধারদেনা করে ও গ্রামবাসীর সহযোগিতায় তিনি এযাবৎ খরচ করেছেন। এখন পুনরায় দেড় লাখ টাকা খরচ হবে।

রফিকুল পরিবার নিয়ে বাঁচতে চায়, আবারও আগের মত ভ্যান চালিয়ে দেনা পরিশোধ করতে চায়। মানুষ করতে চায় দশম শ্রেণীতে পড়া মেয়ে ও ৩য় শ্রেনীতে পড়া ছেলেকে।
রফিকুল ইসলাম তার এই দুর্দিনে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন। আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা চায় তার পরিবার। এই অসহায় পরিবারের
বিকাশ নম্বর- ০১৯৯৭-০৮৮৭০৫, আর্থিকভাবে তাদের সহযোগিতা করার বিশেষ ভাবে অনুরোধ করেছেন পরিবারটি।


এই ক্যাটাগরির আরো নিউজ