দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত পর্যবেক্ষণ করতে ভোলায় সংক্ষিপ্ত সফরে এসেছেন নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউজে জেলার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও জেলার নিরাপত্তায় নিয়োজিত নৌ-বাহিনীর সদস্যদের সাথে পৃথক আরো একটি মতবিনিময় সভায় অংশ নেন ও ভোলার পরির্দশন করেন।
বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রত্যককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজ দায়িত্ব পালনের আহবান প্রধান করেন নৌ-প্রধান। সকলের সম্মিলিত প্রয়াসে বিরাজমান পরিস্থিত মোকাবিলা করে একটি জনবান্ধব ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌ-বাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোলার আইনশৃঙ্খলা অনন্য জেলা থেকে অনেক ভালো। এই আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য যৌথ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভালো রাখার জন্য ইতিমধ্যে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে। এখন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী উদ্ধার অভিযান চালমান রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সকল প্রকার অপতৎপরতা প্রতিহিত করে দেশ স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিত বজায় রাখতে সদা তৎপর রয়েছে।
এসময় নৌ-প্রধান বলেন, দেশ একটি গঠনমূলক পরির্বতনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কারের সকলকে অরাজকতা কর্মকান্ড হতে বিরত থাকার আহবান জানান নৌপ্রধান।
ব্রিফিংএ তিনি আরো বলেন, ভোলা জেলার সকল সন্ত্রাসী কর্মকা- ও জলদস্যূতা কঠোর হস্তে দমন করা হবে। কে কোন দলের, সেটা দেখার সময় নেই। যে অপরাধ করবে সে ব্যক্তিই অপরাধী। চিহ্নিত কাউকেই ছাড় দেয়া হবে না।
ভারতীয় সরকারের সঙ্গে এ বিষয় কথা বলবে উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘ভারতীয় জেলেরা আর যেন বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে, সে বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং কূটনীতিকভাবে আমরা ভারতীয় সরকারের কাছে এ প্রতিবাদ জানাব। বাংলাদেশের জলসীমায় বর্তমানে ভারতীয় ট্রলারের উপদ্রব অনেকটা কমে গেছে বলেও তিনি দাবি করেন’।
এসময় উপস্থতি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কামাল হোসেন, নৌ-বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা।