বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকীতে শার্শায় শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেক্সঃ মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে অবস্থিত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।

 

রবিবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদ নূর মোহাম্মদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি এলাকায় পাকিস্তানি সেনাদের সাথে সম্মুখযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার মধ্য দিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। তাঁর আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীর শ্রেষ্ঠের মর্যাদা প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ