বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝায় ভারতীয় ট্রাকে যৌথ অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রফিকুল মন্ডল নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে বিজিবি ও কাস্টমস। সোমবার (১ জুলাই) রাতে বন্দরের ইয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত ভারতীয় ট্রাক ড্রাইভার রফিকুল মন্ডল (৩৬) সে ওপার বাংলার বনগাঁ পেট্টাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আর আই বি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা কঠোর নজরদারি বাড়ায় ও আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০ দিকে ভারতীয় গাড়িটি সনাক্ত করে। পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ট্রাক চালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ওই ট্রাকের চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়।

 

জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি’র এই কর্মকর্তা জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ