শার্শায় কিশোর নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ মে, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার পিঁপড়াগাছি নানা বাড়ি থেকে বের হয়ে গত এক সপ্তাহ ধরে আর বাসায় ফেরেনি শামীম হোসেন (১৫) নামে এক কিশোর।
পরিবার জানায়, নিখোঁজ শামীম যশোর জেলার ঝিকরগাছা থানাধীন নায়ড়া গ্রামের আবু তালেবের ছেলে। সে গত ৭/৮ মাস যাবত শার্শা থানাধীন পিঁপড়াগাছি নানা বাড়িতে থেকে নায়ড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়াশোনা করতো। গত ১২ই মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানা বাড়ি হতে ঘুরতে বের হলে সে আর বাড়িতে ফেরেনি। নিখোঁজের পর আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া মহল্লার সব জায়গায় অনেক খোঁজ খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের শার্ট ও প্যান্ট। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং শ্যামলা।
এবিষয়ে আজ শনিবার শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি এখনো আমার নজরে আসেনি। তবে নিখোঁজের খোঁজে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ