বেনাপোলে রাজা-বাদশা মানি চেঞ্জার বাশারের স্ত্রীর ইন্তেকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল চেকপোস্টের প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দৈনিক জন্মভূমি ও দৈনিক খবরপত্রের সাংবাদিক এইচ এম আবুল বাশার হাওলাদার এর স্ত্রী নিলুফা খাতুন (৪৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
 
বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েক মাস আগে স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে তিনি কিছুটা সুস্থ হলেও পরবর্তীতে আবারও অসুস্থ হয়ে পড়েন।
মৃত্যুর খবর পেয়ে রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয়রা ভিড় জমাতে থাকে। আজ রাত ১০টার সময় মাহবুবা হক এতিমখানা মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে গাজীপুর কবরস্থানে দাপন সম্পূর্ণ হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ