লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার আতিথিয়তায় মুগ্ধ গণমাধ্যম কর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

মতিউর রহমান রিয়াদঃ বছরের প্রথম দিনে মুন্সিগঞ্জ, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের চায়ের নিমন্ত্রনে সাড়া দিতে তার অফিস কক্ষে এক ঝাক গণমাধ্যম কর্মী হাজির হয়ে অভিভূত হয়ে যায়। ইংরেজি নববর্ষ উপলক্ষে সবাইকে তাক লাগিয়ে দিয়ে আয়োজন করেন পিঠা উৎসবের। এমনই ঘটনা ঘটেছে ১ লা জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টার সময় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের অফিস কক্ষে।

দিনটিকে স্মরণীয় করে রাখতে শুভেচ্ছা বিনিময় ও পিঠা উৎসব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ হতে গনমাধ্যম কর্মীদের উপহার হিসেবে দেয়া হয় বিজয় দিবসের লোগো সম্মিলিত মগ। নির্বাহী কর্মকর্তার এমন আতিথিয়তায় মুগ্ধ সবাই।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রিয় শিক্ষক রাশেদুল হক। লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। গণমাধ্যম কর্মী মো. মিজানুর রহমান ঝিলু। মো. মানিক মিয়া। তাইজুল ইসলাম রাকিব। ফৌজি হাসান খান রিকু। মোশারফ হোসেন বাবু। আসাদউজ্জামান নবীন। মো. জাহিদ হাসান। মতিউর রহমান রিয়াদ। সোহেল রানা প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ