শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্ট্রোক্রাট কতৃক মেডিকেল ক্যাম্প শীতার্তদের মাঝে কম্বোল ও খাদ্য সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

এম রাসেল সরকার: লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্ট্রোক্রাট কতৃক ঝালকাঠির পূর্ব বিন্নাপাড়া আহমাদীয়া হেলালীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মেডিক্যাল ক্যাম্প , শীতার্তদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ৪টি সার্ভিস প্রোগ্রাম সম্পন্ন করা হয়।

গত ২৯শে ডিসেন্বর লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১ বাংলাদেশ এর অন্যতম একটি ক্লাব, লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্ট্রোক্রাট কতৃক ঝালকাঠির বিন্নাপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সম্পূর্ণ বিনামূল্যে ২৬০ জনকে দন্ত চিকিৎসা, ৩৫০ জন ডায়বেটিস টেষ্ট, ৫১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা ৩১৫ বি১,বাংলাদেশ এর সম্মানিত জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান, উক্ত ক্লাবের প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি অফ দি ডিস্ট্রিক্ট লায়ন শিরিন আক্তার রুবি, কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন ও তার স্ত্রী লায়ন আরফিন আজিজ সারিকা, কেবিনেট ট্রেজারার মোহাম্মদ আসাদুজ্জামান লিটু ও তার স্ত্রী রোকশানা আক্তার রুমা, জেলা রিজিওন হেডকোয়ার্টার লায়ন শাহানা মুজিব, জেলা রিজিওন চেয়ারপারসন নাসিমা আলম, রিজিওন চেয়ারপারসন ফাহামিদা বিউটি।

আরও উপস্থিতি ছিলেন, লিও ক্লাব্স চেয়ারপারসন লায়ন মামুন আহম্মেদ, লায়ন মনোয়ারা বেগম, বনানী মডেল টাউন ক্লাবের সম্মানিত সদস্য লায়ন লুৎফর রহমান, লায়ন শাহনাজ পারভীন, লায়ন আরিফুজ্জামান চৌধুরী, লায়ন খালেদ মিলন, লিও জেলা সভাপতি লিও ইয়ারসিব হাসান ইয়াস ও তার স্ত্রী লিও জুই আহমেদ, লিও জেলা সেক্রেটারী অরিত্র রহমান, লিও আজিজ, লিও ফারহান, লিও মাসুম, লিও আনিকা, লিও জারিক, আলফা লিও জাহিন সহ আরো বিভিন্ন লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।

এসময় উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মাহবুবুল আলম, প্রতিষ্ঠানের সুপারসহ এলাকার আরও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ