শিমুলিয়া ঘাটে রেস্তোরাঁ মালিকদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদনঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে পর্যটক স্টেট হোল্ডার হোটেল মালিক ও রিসোর্ট মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোনের আয়োজনে, শখের হাড়ি রেস্তোরাঁর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিজার্ভের টুরিস্ট পুলিশ সুপার সুপার, নাইমুল হক পিপিএম। নাইমুল হক ২৫ শে ডিসেম্বর বড়দিন ও ৩১শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে সরকারি বিধিমালা মেনে রেস্তোরাঁ খোলার নির্দেশ দেন।

শিমুলিয়া ঘাট রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. মুরাদ খানের সভাপতিত্ব
সভায় ট্যুরিস্ট পুলিশের ঢাকা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোনের পরিদর্শক মো.আসাদুজ্জামান। রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান উপদেষ্টা আতিকুল ইসলাম শিমুল। সাধারণ সম্পাদক মো. মাসুদ শিকদার। ব্যবসায়ী রাসেল আলম রাজু প্রমুখ।

বক্তারা পর্যটন ব্যবসার প্রতিবন্ধকতা হিসেবে পদ্মাপাড়ে মাদক ব্যবসা, ও ভ্রাম্যমাণ পতিতাদের উৎপাতের কথা উল্লেখ করেন


এই ক্যাটাগরির আরো নিউজ