লৌহজংয়ে রাসেল ভাইপারের কামড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত।এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে।

সেই বিষ ধর সাপ রাসেল ভাইপারের কামড়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নে ১ নং ওয়ার্ডে বাবু শেখ (২৬) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটছে।

সোমবার (৬ নভেম্বর) সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। দুপুরে বেজগাও কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাবু শেখ, বেজগাও নিবাসী মৃত মুসলেম শেখের পুত্র। তিন ভাই এক বোনের মধ্যে বাবু শেখ সবার ছোট। বাবু ঢাকা দোকানে চাকরি করতো, বাসায় ঘড় তৈরি জন্য কয়েক দিনের ছুটি নিয়ে দেশের বাড়িতে এসেছিল। গত বুধবার সন্ধায় বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরতে যায়, বাড়ী ফেরার পথে আনুমানিক রাত্র ৮ টার দিকে হঠাত পায়ের পেছনে গোড়ালিতে বিসাক্ত সাপ কামর দেয়, বাবু ঝাকুনি দিলে সাপটি পুনরায় আবার কামের ধরে। বাবুর বন্ধুরা বাড়িতে খবর দিয়ে, বাবুকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মৃত্যু বাবু শেখ এর মায়ের সাথে কথা বললে তিনি জানান। আমার তিন ছেলে, এক মেয়ে, বাবু সবার ছোট গত বুধবার রাত ৮ টায় বাবুকে সাপে কামরায়। সাথে সাথে ওর বন্ধুরা লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাঃ প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তৎক্ষণাৎ বাবুকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাতে বাবুর অবস্থা অবনতি হলে মিটফোর্ড হাসপাতালের কর্তব্যরত ডাঃ রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাত ৩ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে। বাবুর শারীরিক অবস্থা দেখে সাথে সাথে ভর্তি করা হয় ভর্তি করা হয়। সব ধরনের চেষ্টা করেও বাবুকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে বাবু শেখ স্ত্রী ও ২ছেলে রেখে গেছেন।

এই বিষয়ে বেজগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধার সাথে কথা বললে তিনি জানান। বিষয়টি জানার পরে আমি মর্মাহত। ছএিশ গ্রামে ও এক জনকে সাপে কামরের খবর পেয়েছি। এলাকায় সতর্কবার্তা প্রচার করা হয়েছে সে সাথে সবাইকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। ফারুক ইকবাল মৃধা আরো বলেন। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা সমস্ত কমিউনিটি ক্লিনিক গুলিতে সাপে কামড়ের ভ্যাকসিন সংরক্ষণ থাকলে হয়তো এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত এড়ানো সম্ভব।


এই ক্যাটাগরির আরো নিউজ