বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় তিন জনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। আটককৃতদের রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের মো. মাসুদ ফকির (৩৬), মো.. কুরাত আলী শিকদার (২৫) এবং কানু কুমার বিশ্বাস (৩০)।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশ জানতে পারে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের আবুল বাসার মিয়ার বাড়ির সামনে কিছু ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। পরে বোয়ালমারী থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে মো. মাসুদ ফকির, মো. কুরাত আলী শিকদার এবং কানু কুমার বিশ্বাসকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় রবিবার বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মণ্ডল বাদি হয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা করেছেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।