শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রেজাউল ইসলাম লাল্টু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষক ও অভিভাবক—উভয়ের সমন্বিত ভূমিকা অপরিহার্য। শুধু বিদ্যালয়ে পাঠালেই দায়িত্ব শেষ নয়, পরিবার থেকেই শিক্ষা ও চরিত্র গঠনের ভিত্তি তৈরি হয়। আমরা চাই, আমাদের সন্তানরা কোরআন-হাদিসের আলোকে সুশিক্ষায় গড়ে উঠুক, আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে সমাজ ও দেশের জন্য সম্পদে পরিণত হোক। মাদ্রাসাকে উন্নত ও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ণ হতে হবে। তাদের মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রাখতে পরিবারকে সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং একজন মানুষকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য।

সহ-সুপার মাওলানা ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদা ও সাত্তারসহ অন্যান্য শিক্ষকরা।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন, ফারুক হোসেন, রশিদ, আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। সমাবেশে মাদ্রাসার কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন, উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষা, অভিভাবক-শিক্ষক মেলবন্ধন দৃঢ়করণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ