এমএম জামান ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে ঔতিহ্যবাহি কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে, সাবেক এমপির কন্যাকে লাল গালিচা বিছিয়ে সংবর্ধণা দিয়েছে অত্র কলেজ কমিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশ টায় অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে ও কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাদশ-দ্বাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণের মধ্যদিয়ে এ নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সনামধন্য কাজী সিরাজুল ইসলাম, মহিলা কলেজের এড হক কমিটির সভাপতি ও সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম এর কন্যা কাজী শাহরীন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র কলেজের এড হক কমিটির সদস্য শাহিনা আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক রবীন কুমার লস্কর, মজনু মিয়া, মো. আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি সৈয়দা দিল আশরাফী, মো.ফরহাদুল ইসলাম শিকদার, জাহীদ পল্লব ও অত্র কলেজের সেকশন অফিসার কামরুল ইসলাম কামরুল প্রমুখ।
এর আগে প্রধান অতিথি কাজী শাহরীন ইসলাম কলেজে প্রবেশ করলে তাকে লাল গালিচা সম্ভর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিলো।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।