এম এম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম রাজবাড়ী জোন এর উদ্দ্যোগে, সিএসএস এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে সিএসএস বোয়ালমারী ব্রাঞ্চ অফিসে এ ক্যম্প অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া-র সভাপতিত্বে ও সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম রাজবাড়ী জোন এর আয়োজনে,অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিএসএস এর এরিয়া (রিজিওনাল) ম্যানেজার তাপস ঘোষ, ও বোয়ালমারী ব্র্যাঞ্চ ম্যানেজার গোপাল চন্দ্র দাস এসময়,ব্যবসায়ী,শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সেবায় আওতায় এমএফপি উপকার ভোগী মা ও শিশু- সেবা হেল্থ চেক-আপ ও ব্যবস্থা পত্র প্রদান করণ অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদানকারী গণের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আরোগ্য সদন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারাজানা আক্তার মেরী, সিনিয়র স্টাফ নার্স মোছাঃ সোমাইয়া ইসলাম সেতু ও মোছাঃ হালিমা তুস সাদিয়া। এসময় এলাকার প্রায় দুই শতাধিক লোক এই সেবা গ্রহণ করেন।।