এমএম জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ – ২০২৫ জাঁকজমক সহকারে পালিত হয়েছে, ২০ জানুয়ারি বোয়ালমারী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।
অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাূুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন বোয়ালমারী উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মেলায় উপজেলার জর্জএকাডেমী, চতুল উচ্চবিদ্যালয়, গোহাইবাড়ি মাধ্যমিক উচ্চবিদ্যালয় সহ মোট ১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহন করে।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।