শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

শার্শায় উপজেলা নির্বাচন জমজমাট, তিন পদে ১১ প্রার্থী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪

এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ দিন ফুরিয়ে এসেছে। আর মাত্র দুই দিন পর ২১শে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন। যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মিলে মোট ১১ জন প্রার্থী প্রচন্ড তাপ দাহ উপেক্ষা করে এখন মাঠে-ঘাটে, হাট-বাজারে, পাড়া-মহল্লায় ভোটারের দারে দারে ভোটারের ভোটের আসায় আর নির্বাচনে জয়ের নেশায় ছুটে চলেছেন। 

এ উপজেলা নির্বাচনে যারা লড়ছেন তারা হলেন-
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ (আনারস) এবং যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার (তালা), সাবেক ছাত্রলীগ নেতা সরদার সাহরিন আলম বাদল (টিউবওয়েল), যুবলীগ নেতা তরিকুল ইসলাম মিলন (টিয়া পাখি) এবং শফিকুল ইসলাম মন্টু (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল) এবং জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা আলম সালমা (কলস)।

দিন ঘনিয়ে আসাতে সব প্রার্থী জোর প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। রাস্তার মোড়ে মোড়ে প্রার্থীর পোস্টারে ছড়াছড়ি। চলছে মাইকিং, লিফলেট বিতরণ সহ জনসংযোগ।
নির্বাচনী এলাকায় নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সুষ্ঠু অবাদ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ৩৩টি ভোট সেন্টার, ২৯টি ভেন্যু, ৮টি মোবাইল টিম, ৪টি স্টাইকিং এর মাধ্যমে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এ উপজেলায় নির্বাচনে ১ হাজারেরও বেশি পুলিশ দায়িত্ব পালন করবেন।   একইসাথে কোন প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ সর্বদা সজাগ থাকবে।

এ উপজেলায় উপজেলা নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৩টি এবং ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন।


এই ক্যাটাগরির আরো নিউজ