এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ দিন ফুরিয়ে এসেছে। আর মাত্র দুই দিন পর ২১শে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন। যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মিলে মোট ১১ জন প্রার্থী প্রচন্ড তাপ দাহ উপেক্ষা করে এখন মাঠে-ঘাটে, হাট-বাজারে, পাড়া-মহল্লায় ভোটারের দারে দারে ভোটারের ভোটের আসায় আর নির্বাচনে জয়ের নেশায় ছুটে চলেছেন।
এ উপজেলা নির্বাচনে যারা লড়ছেন তারা হলেন-
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ (আনারস) এবং যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন (দোয়াত কলম)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার (তালা), সাবেক ছাত্রলীগ নেতা সরদার সাহরিন আলম বাদল (টিউবওয়েল), যুবলীগ নেতা তরিকুল ইসলাম মিলন (টিয়া পাখি) এবং শফিকুল ইসলাম মন্টু (চশমা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল) এবং জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা আলম সালমা (কলস)।
এ উপজেলায় উপজেলা নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৩টি এবং ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন।