শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেষ্ট পেলেন বেনাপোল থানার ঝন্টু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ চলতি বছরের জানুয়ারী মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় অবৈধ মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন ক্যাটাগরিতে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার এসআই ঝন্টু কুমার বসাক।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এসআই ঝন্টু কুমার বসাক’কে খুলনা রেঞ্জ অফিসে জানুয়ারি-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম তাকে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার ক্রেষ্ট প্রদান করেন।
খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক এর সভাপতিত্বে উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।
এসময় ডিআইজি সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড, থানা এলাকায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা, উঠান বৈঠক সহ অন্যান্য সভা করার নির্দেশ দেন।
 সভায় আরও উপস্থিত ছিলেন, মোঃ নিজামুল হক মোল্যা (অতিরিক্ত ডিআইজি, প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ ,জনাব নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জনাব জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),খুলনা রেঞ্জ, জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) খুলনা রেঞ্জ, এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, খুলনা রেঞ্জের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্ট বৃন্দ এবং সিআইডি ও পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো নিউজ