নিজস্ব প্রতিবেদকঃ শীতে কাপছে দেশ। জবুথবু অবস্থা বিভিন্ন জেলার নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশা, শিশির আর কনকনে ঠাণ্ডার সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীতের তীব্রতা বেশি হওয়া সূর্যের দেখা মেলেনি মুন্সিগঞ্জের সহ অনেক জেলায়। ঠিক সে সময় হাড় কাপানো শীতের রাতে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
বুধবার (১৭ ই জানুয়ারি) মুন্সিগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডাঃ মাহমুদা আফরোজ এর উদ্যোগে লৌহজং থানার ওসি তদন্ত মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এস আই বিল্লাল হোসেন। এস আই রুস্তম। এস আই আমানত। এস আই আলাউদ্দিন ও লৌহজং থানার সদস্যদের সঙ্গে নিয়ে গভীর রাতে পথে পথে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ বিষয়ে লৌহজং থানার ওসি তদন্ত মো. সাইফুর ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন। পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডাঃ মাহমুদা আফরোজের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি গরিব শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে পারায় নিজেকে সমাজের দায় থেকে একটু হালকা মনে হচ্ছে। বাংলাদেশ পুলিশ তথা পুলিশ নারী কল্যাণ সমিতি সর্বদা বাংলাদেশ জনগণের পাশে আছে এবং থাকবে।