মিলন হোসেন, বেনাপোলঃ শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের আলোর প্রদীপ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতার্ত ও হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ২নং ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোর প্রদীপ সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি মোঃ খালিদ মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার নয়া দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ মফিজুর রহমান চেয়ারম্যান ৩নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ মিলন হোসেন (সাংবাদিক) সাধারণ সম্পাদক চেকপোস্ট বাজার কমিটি বেনাপোল।
আলোচক মোঃ আক্তারুজ্জামান উপদেষ্টা আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন, আলোচক মোঃ হোসেন মাহমুদ পরিচালক আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন,
প্রধান অতিথি নয়ন কুমার রাজবংশী বলেন, সেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপের এই মহতী উদ্যোগে দেখে আমি বিস্মিত হয়েছি সিমিত সময়ে এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে শুনে ও দেখে খুব ভালো লাগলো এজন্য আলোর প্রদীপ সংগঠনের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন এই ইউনিয়নে কোন দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী যদি দারিদ্র্যের কারনে পড়াশোনা করতে না পারে তার জন্য সরাসরি আমাকে জানাবেন আমি তাকে সহযোগিতা করবো।উ
পস্থিত ছিলেন উক্ত সংগঠনের মোঃ ওমর ফারুক সহ উপদেষ্টা, মোঃ আবু সাঈদ যুগ্ম পরিচালক, মোঃ মনিরুজ্জামান যুগ্ম পরিচালক, মোঃ আজগর আলী যুগ্ম পরিচালক, মোঃ বাবুল হোসেন যুগ্ম পরিচালক, মোঃ টিটু মিয়া যুগ্ম পরিচালক,মোঃ ফিরোজ মাহমুদ সহ সভাপতি, মোঃ ইমামুল সহ সাধারণ সম্পাদক, মোঃ সহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোঃ রায়হান সহ সাংগঠনিক সম্পাদক,মোঃ হাবিবুললাহ অর্থ সম্পাদক, মোঃ সলিম সহ অর্থ সম্পাদক, মোঃ ইমামুল দফতর সম্পাদক, মোঃ আবু সাঈদ প্রচার সম্পাদক, মোঃ ইমরান ক্রীড়া সম্পাদক, কার্য নির্বাহী সদস্য মোঃ জুয়েল রানা, মোঃ রাকিব হোসেন, মোঃ আশিক বিল্লাহ, মোঃ বিপ্লব হোসেন, মোঃ মাহবুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।