শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মতিউর রহমান রিয়াদঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের প্রচেষ্টায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন। লৌহজং উপজেলায় এমন আয়োজন এই প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

৯ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ফানুস উড়িয়ে এই বিজয় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদ এলাহী। মেলা চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত।

জমজমাট এ বিজয় মেলা ৯ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে । প্রতিদিন মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে আছে। দর্শনার্থীরা মেলা উপভোগের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করছেন ।
মেলায় বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড। নাগরদোলা,নৌকা, ট্রেন ও ঘোড়া। এছাড়া স্টল গুলোর মধ্যে খাবারের দোকান, বিভিন্ন কসমেটিক্স খেলনা জামা কাপড় সহ রকমারি পসরা নিয়ে সেজেছে মেলা প্রাঙ্গণ।

এ বিষয়ে লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপনের সাথে কথা বললে তিনি সমগ্র বাঙালি জাতিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে , বলেন আমাদের লৌহজংয়ে এ ধরনের আয়োজন এই প্রথম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। মেলা যেহেতু ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে তাই তিনি লৌহজংবাসীকে মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ