লৌহজংয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বুধবার সকাল ১০টার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘ক’ গ্রুপের বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফেরদৌস হিলাল মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খান, লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী সদস্য মো. মানিক মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মর্তুজা আহসান, বিশেষ অতিথি হিসেবে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু প্রমুখ বক্তব্য রাখেন।

‘ক’ গ্রুপের প্রথম রাউন্ডে মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কাজির পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউট এবং হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ব্রাক্ষ্মণগাও বহুমুখী উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করেন। পরে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে অংশ গ্রহণ করেন। এরপর দুপুরে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে ফাইনাল রাউন্ডে উঠেন।

(২ রা নভেম্বর) সকাল ১০টায় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘খ’ গ্রুপের ৪টি দল অংশ গ্রহণ করবে। এদের মধ্যে থেকে একটি দল আগামী ৭ ই নভেম্বর মঙ্গলবার সকালে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন।


এই ক্যাটাগরির আরো নিউজ