বিশেষ প্রতিনিধিঃ আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বরিশাল, ঝালকাঠি, পিরুজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর ও শরিয়তপুর জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করেছে র্যাব-৮।
আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল, ঝালকাঠি, পিরুজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর ও শরিয়তপুর জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করেছে র্যাব-৮।
র্যাব জানায়, আগামী ২০ অক্টোবর ৬ষ্ঠী পূর্জার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২৪ অক্টোবর ২০২৩ তারিখে বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে। এ উপলক্ষ্যে র্যাব-৮ এর দায়িত্বপূর্ণ পায়রা ব্রীজ লেবুখালী, উজিরপুর, জাজিরা, জাজিরা টি এন্ড টি মোড়, জাজিরা শরীয়তপুর,জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অদ্য ১৭ অক্টোবর চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হয়।
শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে র্যাবের চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোলিং এর ফলে বরিশাল, ঝালকাঠি, পিরুজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর ও শরিয়তপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা পরিলক্ষিত হয়নি। হিন্দু ধর্মালম্বীরদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র্যাব-৮ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানাই।