ডেক্স রিপোর্টঃ সাংবাদিকতা একটি মহান পেশা। তাই এই পেশায় নিয়োজিত সকল সাংবাদিককে একই গাছের ছায়া তলে আনার অনবদ্য এক প্রচেষ্টার নাম জাতীয় সাংবাদিক সংস্থা। বর্তমান সময়ে সংস্থাটি সাংবাদিকদের প্রানের সংগঠন। আর এই সংগঠনকে আরো শক্তিশালী করতে গঠিত হয়েছে যশোরের শার্শা উপজেলা কমিটি।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম এর স্বাক্ষরিত বিবৃতিতে উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা জাতীয় সাংবাদিক সংস্থা’র দপ্তরে জমা পড়লে সংস্থা চেয়ারম্যান মোঃ নুর ইসলাম হইতে বুধবার (১১ অক্টোবর) অনুমোদন দেন।
কমিটিতে সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান বাবু’কে সভাপতি, এস এম মারুফ বিল্লাহ্ সহ সভাপতি এবং মোঃ সুমন হোসেন’কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে।
উক্ত কমিটিতে অন্যান্য পদ মর্যাদায় আছেন- জহিরুল ইসলাম, মোঃ জয়নাল আবেদ্বীন, শফিকুল ইসলাম, হাসানুজ্জামান হাসান, রবিউল ইসলাম, টিটু মিলন, শাহারুল ইসলাম রাজ ও শাহাবুদ্দীন আহমেদ।
নব-নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বাবু বলেন, সাংবাদিকদের দাবী ও অধিকার আদায়ের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সভাপতির মাধ্যমে উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ নুর ইসলাম সহ এই সংস্থার সকলকে।
সহ সভাপতি এস এম মারুফ বিল্লাহ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার মতো এমন একটা সংস্থায় আসতে পেয়ে বেশ ভালো লাগছে। সাংবাদিকরা তারা তাদের লেখনীর শক্তিতে নতুন একটি প্রাণের সন্ধান পেয়েছে বলে আমি মনে করি। সাংবাদিকদের কলম কখনো কারো কাছে মাথা নত করে না। সত্যের সন্ধানে প্রতিটি সাংবাদিকই অপ্রতিদ্বন্দ্বী লড়াকু সৈনিক। আর এই সৈনিকদের বিপদে আপদে সর্বদা পাশে থাকার জন্য একটা সংগঠনের প্রয়োজন ছিল, আজ সেই প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছে জাতীয় সাংবাদিক সংস্থা। একতাই বল, শব্দটি সত্য ও বাস্তবে রূপ দিতে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। আমরা সত্য ও ন্যায়কে সামনে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ।