ওজাবের ১০ম বর্ষপূর্তি পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর ১০ বর্ষপূর্তি পালিত হলো ১০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায়।

এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজাবের প্রেসিডেন্ট শিশু সাহিত্যেক ও সাংবাদিক রহীম শাহ।

সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসান আলী রেজা দোজার সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফাতেমা বেগম, ঢাকা মহানগর আহবায়ক- মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, যুগ্ম মহাসিচ যথাক্রমে শিকদার নূরে আলম সিদ্দিকী মুরাদ, মাসুম হোসেন, দফতর সম্পাদক- মেসবা উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক- মোহাম্মদ ইসমাইল হোসাইন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক- জহিরুল ইসলাম রাসেল, বিশিষ্ট সাংবাদিক মোঃ রাসেল সরকার সহ ওজাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে কেক কেটে বর্ষপূর্তি শুভ সূচনা করা সহ প্রেসিডেন্ট রহীম শাহ এর জন্মদিন উপলক্ষেও একটি কেকে কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আলোচকবৃন্দ ওজাবের কার্যক্রমকে আরো বেগবান করতে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মহানগর কমিটি গঠন সহ সারাদেশে জেলা কমিটিগুলো পুনরায় চুড়ান্ত করার জন্য তাগিদ জানান। এবং এ কার্যক্রম বাস্তবায়নে সকলে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

পরবর্তীতে মুক্ত আলোচনা ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ