তিন দিনের ছুটিতে ভারত ভ্রমণে যাত্রীর চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ নানা কারণে দীর্ঘ কয়েক মাস ধরে ভারতগামী পাসপোর্ট যাত্রীর চাপ কম থাকলে টানা তিন দিনের সরকারি ছুটিতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত ভ্রমণে বেড়েছে পাসপোর্টধারীদের চাপ।

গত কয়েক মাস ধরে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন দুই হাজারের কিছু বেশি যাতায়াত করতে দেখা গেছে। সেই তুলনায় গত বৃহষ্পতিবার থেকে তিন দিনের সরকারি ছুটি থাকায় বেড়েছে ভারতমুখি মানুষের আনাগোনা।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার ২৮ সেপ্টম্বর হইতে ৩০ সেপ্টম্বর দুপুর পর্যন্ত বেনাপোল-পেট্টাপোল আন্তজার্তিক চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছে ১৪৮৭৪ জন পাসপোর্ট যাত্রী। এরমধ্যে বাংলাদেশ থেকে ভারতে গেছে ৮৩৮২ জন। তবে ছুটির শেষ সময়ে আজ শনিবার সকাল থেকে দেশে ফিরতে শুরু করেছে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা।রাজশাহী থেকে ভারত যাওয়ার পথে রায়হান নামে একজন পাসপোর্ট যাত্রী বলেন, ছুটিতে কলকাতা যাচ্ছি। রাত সাড়ে ৩ টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত বন্দরের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছি। প্রতিটি পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ৫২-৫৫ টাকা করে অতিরিক্ত চার্জ নিলেও এখানে যাত্রী সেবার মান বেশ প্রশ্নবিদ্ধ।

ভারতে যেতে অপেক্ষামান কয়েকজন যাত্রী বলেন, প্রায় আড়াই ঘন্টা ধরে নোম্যান্সল্যান্ডে দাঁড়িয়ে আছি, ধিরে ধিরে এগুচ্ছে লাইন। শুনেছি ভারতের ইমিগ্রেশনে দীর্ঘ লাইন। জানিনা কখন পৌছাবো।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, যাত্রীর সেবার মান উন্মুক্ত রাখতে ইমিগ্রেশন পুলিশ সর্বদা নিজ দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল। একই সাথে যাওয়া-আসা সব ধরনের পাসপোর্ট যাত্রীদের দালাল চক্র দ্বারা যাতে প্রতারিত না হয় সেজন্যও তাদেরকে সতর্কতা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ