নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে র‌্যাব সদস্যের পর নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদরের ভবানীগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় র‌্যাব সদস্যের পর এবার টুম্পা রানী দাস (২৭) নামে আরো একজন মারা গেছেন। সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান। একই ঘটনায় এর আগে গত বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১১ এর সদস্য লিডিং সিম্যান অভিজিৎ কুমার সিং মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় গত বৃহস্পতিবার সকালের দিকে দুজনকে জরুরি বিভাগে আনা হয়। এদিন বিকেলে একজন মারা যান। অপরজন আজ সকলের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের শতকরা ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ