শিরোনাম:
ফরিদপুরে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক শামিমা নাসরিন’কে স্বীকৃতি সম্মাননা বেনাপোল চেকপোষ্টে কাস্টমস এর খামখেয়ালীপনায় কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার শার্শায় বিদ্যুৎ এর টানা লাইনে প্রান গেলো কিশোরের, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন মোখলেছুর হত্যা মামলার আসামি কয়েজ রাজধানীর লালবাগ হতে গ্রেফতার ১৯৫ পিস ইয়াবা জব্দ, আটক দুই মাদক ব্যবসায়ী যশোরে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক-১ ফরিদপুরে সাবেক এমপি খন্দকার নাসিরের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বেনাপোলে শিক্ষার্থীকে অপহরণ মামলায় আসামী সুমন গ্রেফতার ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিক সহ আহত ১০ ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত

ফরিদপুরে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক শামিমা নাসরিন’কে স্বীকৃতি সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ, নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, সকল যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

শিক্ষার্থীদের প্রতি তার বিশেষ মমত্ববোধ এবং পাঠদানের প্রতি নিষ্ঠা স্বর্বজন স্বীকৃত।এই স্বীকৃতি সম্মাননা পেয়ে শামিমা নাসরিন তার আবেগ ও অনুভূতির কথা ব্যক্ত করে বলেন, আমি শিশুদের আনন্দে কাজ করি। আমার আপ্রাণ চেষ্টা থাকে প্রতিটি শিশু যেন একজন মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে মানুষের মতো করে গড়ে ওঠে। তিনি তার এই অর্জনের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেন এবং আমি যেনো সারাজীবন শিশুদের পাশে থাকতে পারি।

পৌরসভার ১০ নং নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, শামিমা নাসরিন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক। তার শিক্ষাদান পদ্ধতি খুবই আকর্ষণীয় ও সৃজনশীল যা শিশুদের শেখার আগ্রহকে বহু গুণে গুণান্বিত করে ।

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার এই উদ্যোগের খুবিই প্রসংশা করে বলেন, শামিমা নাসরিনের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের এই সম্মাননা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, তিনি প্রমাণ করেছেন যে ভালো ফল শুধু সিলেবাস পড়িয়ে হয় না এর জন্য শিশুদের মন বুঝতে পারা এবং তাদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় করে তোলা প্রয়োজন।

আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শামিমা নাসরিনের শিক্ষকতা জীবনের বিভিন্ন ডকুমেন্টস এবং তার অনন্য শিক্ষাদান পদ্ধতির ওপর ভিত্তি করে তাকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। আমরা তার এই অর্জনে আনন্দিত ও গর্বিত।

এই সম্মাননা শামিমা নাসরিনকে আরও বেশি উৎসাহের সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে। তার এই অর্জন আলফাডাঙ্গার শিক্ষক সমাজের জন্য গর্বের এবং ভবিষ্যতের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ