মিলন হোসেন বেনাপোল: যশোরের শার্শা ও বেনাপোল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খুলনা বিভাগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন রেজা, পরিচালক (ট্রাফিক) বেনাপোল স্থলবন্দর যশোর, মোঃ নিয়াজ মাখদুম সহকারী কমিশনার (ভূমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শার্শা, মোছাঃ রেহেনা বানু প্রাথমিক শিক্ষা অফিসার শার্শা, বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মোছাঃ জেব উন নেছা আলো সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। সুন্দর এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেয়ে বাচ্চাদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়।