এম এম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উৎসব মুখর পরিবেশ উপজেলা ও পৌর বিএনপির বহুল আকাঙ্ক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) জেলা অডিটোরিয়াম হলরুমে বোয়ালমারীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।।
জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উক্ত সম্মেলের সমন্বয়ক কমিটির প্রধান মো. আফজাল হোসেন খাঁন পলাশের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এড, সৈয়দ মোদারেস আলী ইছা।
অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
জেলা বিএনপির সদস্য মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড, সিরাজুল ইসলাম সিরাজ, বোয়ালমারী পৌর বিএনপি’র সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন আহমেদ , উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌরসভার সাবেক মেয়র আব্দুল শুকুর শেখ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক ও শেখ আতিকুল আলী, মো, মোহাম্মদ ইমরান হোসাইন, রবিউল ইসলাম সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি, সৈয়দ মুদারেছ আলী ইছা বলেন, দীর্ঘ আন্দোলন- সংগ্রামের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট জাতি হিসাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।
এখন আমাদের নতুন করে দেশ গঠনের প্রক্রিয়া শুরু করার পালা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি দেশ গঠনের দায়িত্ব পায় তাহলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান গোটা বাংলাদেশকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা গ্রহণের চিন্তা ভাবনা করছেন।
এই মহান লক্ষ্যকে সামনে রেখেই বিএনপি পুনর্গঠনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের কাজ হাতে নিয়েছেন। তিনি।
তিনি আরো বলেন, সম্মেলন শেষে ৩১ সদস্য করে মোট ৬২ সদস্য বিশিষ্ট বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। বিগত ১৭ বছরের আমলনামা যাচাই-বাছাই করেই এই কমিটিতে স্থান দেওয়া হবে বলে জানান।
সুবিধাবাদী, সুযোগ সন্ধানী,ফ্যাসিস্টের দোসর এমন কাউকেই এই কমিটিতে ঠাই দেওয়া হবে না। শুধুা মাত্র খাঁটি দেশপ্রেমিক শহীদ জিয়ার সৈনিকদের দিয়েই তারেক রহমানের এই কমিটি গঠন করা হবে।
দীর্ঘ প্রায় এক দশক পর (সোমবার) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,২০১৫ সালে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির সর্বশেষ কমিটি গঠন করা হয়। দু’ বছর মেয়াদী এই কমিটির আয়ুষ্কাল শেষ হবার পর আজ অব্দি আর কোন কমিটি গঠন হয়নি।
ফলে এতদিন কার্যত দু’টি ধারায় দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিতে দুটি ধারা বিদ্যমান।
একটি ধারায় সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডঃসিরাজুল ইসলাম কে নিয়ে অপর টি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু ও সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু।