এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বন্দরনগরী বেনাপোল বাজার সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠনের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল বাজার নিত্যহাট শপিংমল চত্বরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বেনাপোল নিত্যহাট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি সৈয়দ আক্তার হোসাইন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ বায়েজিদ বোস্তামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বাজারের সর্ববৃহৎ ব্যবসায়ীক সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু তালেব, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বায়েজিদ বোস্তামী বলেন, আমার জন্ম এখানে নয় তবুও চাকরি সূত্রে আমি বেনাপোলের নাগরিক। দেশের শক্তিশালী সংগঠনের মধ্যে ব্যবসায়ীক সংগঠনটিও অন্যতম। দেশের ব্যবসায়ীক সংগঠন সুস্থ শৃঙ্খলা টিকিয়ে যেভাবে রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনারাও এর বাহিরে নন। আপনাদের সুস্থ, সততা ও আদর্শে গড়ে উঠুক আপনাদেরই এই বৃহৎ ব্যবসায়ীক সংগঠন। এই কামনা করেই তিনি তার বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি বেনাপোল বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আবু তালেব বেনাপোল বাজারের সর্ববৃহৎ ব্যবসায়িকদের নিখুঁত দিক নির্দেশনা দেন। একইসাথে তিনি বলেন, কয়েকদিন আগেও বন্দরনগরী বেনাপোল বাজারের দুটি মার্কেট বাজার মার্কেট কমিটির আওতাধীন ছিল না কিন্তু নানাবিধ সমস্যার কারনে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে বেনাপোল বাজার কমিটিতে যুক্ত হয়ে আরো বেশি সক্রিয় ও শক্তিশালী হয়েছে। এটা বড় আনন্দের।
তিনি আরও বলেন, আমরা যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ীক সমস্যায় কোন দল বল নেই, আমরা সবাই ব্যবসায়ী। কোন ব্যবসায়ীর সমস্যা সেটা তার একার নয় বরং আমাদের সকলের। আমরা সবাই এক হয়ে তা সমাধান করবো।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বেনাপোল বাজার নিত্যহাট ব্যবসায়ী কল্যান সমিতির সহ সভাপতি সাংবাদিক ও সমাজ সেবক এস এম মারুফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি সহ নিত্যহাট ও বেনাপোল বাজার ব্যবসায়ী বৃন্দ।