শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

বেনাপোলে পুলিশ আয়োজিত “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউস ডে” কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ৩টার সময় বেনাপোল নয়া পোর্ট থানার দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি শুরু হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই আমির হুসাইন এর সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নুর-ই- আলম সিদ্দিকী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুর-ই- আলম সিদ্দিকী উপস্থিত সকল শ্রেণি পেশার মানুষের সমস্যার কথা শোনেন এবং থানা পুলিশ কোন প্রকার হয়রানি, চাঁদাবাজি বা সাধারণ মানুষের প্রতি পুলিশের সেবায় কোন প্রকার ক্রটি হচ্ছে কি-না সে বিষয়ে মুক্ত আলোচনা করেন।
এসময় বর্তমান বেনাপোল পোর্ট থানা পুলিশের সেবার মান নিয়ে কোন প্রকার অভিযোগ নয় বরং প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনতা।
তবে কিছু কিছু এলাকায় মাদক, জোয়ার আসর, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, স্বাস্থ্য সেবা, ট্রাফিক সেবার মান ও সড়ক যানজট নিরসনের বিষয়ে অভিযোগ ওঠে।
এবিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দ্রুত সময়ের মধ্যে আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
এসময় তিনি আরও বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা এখন জনসাধারণের দোরগোড়ায়। তবুও পুলিশের একার পক্ষে সব কিছু সম্ভব না। তাই আপনাদেরকেও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। একইসাথে তিনি প্রতিটি অভিভাবকদের আহ্বান করেন, তারা যেন তাদের ছেলে-মেয়েদের প্রতি অধিক দৃষ্টি ও খেয়াল রাখেন। সন্ধ্যার পর আপনার সন্তানদের প্রতি আরো মনোযোগী হন।
সমাপনী বক্তব্যে বেনাপোল পোর্ট থানায় ওসি সুমন ভক্ত বলেন, আমি এই থানায় নতুন যোগদান করেছি। এই সামান্য সময়ের মধ্যে আমি নিয়মিত অভিযানের মাধ্যমে এলাকায় আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে আইনি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমাকে তথ্য দিয়ে হতাশ হবার কিছু নেই। কারণ আপনার দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন ও নিরাপদ রাখার দায়িত্ব আমার। এমনকি আমার থানার কোন অফিসার পর্যন্ত তা জানবে না। সুতরাং আপনারা নির্ভয়ে তথ্য দিতে পারেন। তিনি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে ওয়াদা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- বেনাপোল ৪নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আঃ গফফার, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, প্যানেল মেয়র মজনুর রহমান নুপুর, একাধিক কাউন্সিল/মেম্বার, সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, বাহাদুরপুর যুবলীগের সাধারণ সম্পাদক তিতাস, সাংবাদিক মোঃ মিলন হোসেন, আনিছুর রহমান, আইয়ুব হোসেন পক্ষী, শাহিনুর ইসলাম শাহিন, এস এম মারুফ, মোঃ রাসেল, স্থানীয় জনসাধারণ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ