এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল দেশের বৃহত্তর স্থলবন্দর। এই বন্দরটি ভারত সীমান্তের সাথে হওয়ায় সীমান্তের বহু চোরাকারবারির সহযোগীতায় প্রতিনিয়ত ভারত থেকে আসছে ফেনসিডিল, হেরোইন, গাঁজা, ইয়াবা, অস্ত্রসহ বিভিন্ন ক্ষতিকারক দ্রব্য। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকতেও কিছুতেই রোধ করা সম্ভব হচ্ছে না মাদক ও চোরাচালান। কিন্তু এবার মাদক ও চোরাচালান রোধে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভিন্ন কায়দায় নড়েচড়ে বসেছেন।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল থেকে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তে ও চোরাচালানের অস্তিত্ব আছে এমন বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়েছে থানা পুলিশ। এসময় সন্দেহজনক চলাচলরত যানবাহন ও সন্দেহজনক ব্যক্তির দেহতল্লাশিও চালিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালানো হয়।
অভিযান চলাকালিন সময়ে মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে- সময় থাকতে মাদক ও চোরাচালান ছেড়ে ভালো পথে ফিরে আসুন। ভালা কাজের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করুন বলে সতর্কতা বার্তা দেন তিনি।