স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে নির্বাচনী মাঠে হেরে হারলের জাসদ সভাপতি টানা তিনবারের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু।

১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি আসনটিতে পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

অপরদিকে আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন। ২৩ হাজার ৩৫৪ ভোটের ব্যবধানে হেরেছেন হাসানুল হক ইনু।


এই ক্যাটাগরির আরো নিউজ