বরিশালের বিশাল জনসভায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ আজ শুক্রবার বেলা তিনটার সময় বরিশালে বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। এসময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।  আওয়ামী লীগ সভাপতিও লাখো জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এর আগে তিনি দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান।

জনসভায় পোস্টার-ব্যানারসহ নৌকা মার্কার মিছিল নিয়ে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে লোক আসে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে। নৌকা আর জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছেন নেতাকর্মীরা।

আজ বরিশালের এই জনসভা থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সরকারপ্রধান।


এই ক্যাটাগরির আরো নিউজ