রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ নিহত-৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর মিরপুরে বিদ্যুতের চোরাই লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে  বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (৭) ও তাদের উদ্ধার করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে আহত হোসাইনকে (৭ মাস) প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এরপর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বৃষ্টির মধ্যেই অনেকে চলাচল করছিলেন। বৃষ্টির মধ্যে হঠাৎ দেখতে পেলাম চার জন মানুষ ছটফট করছে। মাত্র ৩০/৪০ সেকেন্ডের মধ্যেই চারজন মারা গেছেন। তখন এখানে হাঁটু পানি ছিল। প্রায় ১৫ থেকে ২০ মিনিট তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়।

এসময় ৭ মাস বয়সী শিশু হোসাইন যখন হাবুডুবু খাচ্ছিল এক ব্যক্তি তার পা ধরে টেনে তুললেন। শিশুটির পরনে ছিল নীল হাফপ্যান্ট ও সাদা গেঞ্জি। মুহূর্তেই নেট দুনিয়ায় সেটি ভাইরাল হয়ে যায়। যা দেখে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। আঁতকে ওঠেন অনেকেই।

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার পর পাঁচ জন গুরুতর আহত হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে কর্মরত ডাক্তার চারজনকে মৃত ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ