নিউজ ডেক্সঃ ঢাকার কেরাণীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী মালামাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টম্বর)র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ও র্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ও প্রসাধনী সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটি বাজার এলাকায় মোল্লা বাড়ির মো: সিয়াম’কে ২,০০,০০০/- টাকা জরিমানা এবং কোলচরের সানোয়ার রহমান’কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করে তা জনসমক্ষে ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্রসাধনী সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে খেলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।