মোখলেছুর হত্যা মামলার আসামি কয়েজ রাজধানীর লালবাগ হতে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকার নবাবগঞ্জের মোখলেছুর রহমান হত্যা মামলার কয়েজ নামে একজন আসামিকে গ্রেফতার করেছে।

 

চলতি বছরের (৬ ফেব্রুয়ারি) রাত অনুমান ২১.৩০ ঘটিকায় মোসলেম উদ্দিন পায়েল (২১) এর সঙ্গে আসামি জামাল (৩০) এর মোটরসাইকেল নিয়ে বিয়ে বাড়িতে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে  বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি পায়েল তার চাচা মোখলেছুর রহমান (৫০)’কে জানান। তিনি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামি জামাল ও তার সহযোগীরা গত ১১/০২/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন নয়াকান্দা বাজার এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, সোঠা, হকস্টিক, হাতুড়ি ইত্যাদি দেশীয় অস্ত্রসহ ভিকটিম মোখলেছুর রহমানের ওপর হামলা চালায়। তারা এলোপাথাড়ি মারধর করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আসামি কয়েজ হকস্টিক দিয়ে ভিকটিমের মাথা ও ঘাড়ে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে। এই হামলার ফলে মোখলেছুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ১২, তারিখ- ১২/০২/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)।

 

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 

র‌্যাব-১০ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল ১১/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন পলাশী মোড় এলাকায় অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় আসামি কয়েজ (৩০), পিতা- শরীফুল ইসলাম, সাং- নয়াকান্দা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ