যশোরে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় অবস্থিত হাসান ফিলিং স্টেশন এর সামনে হতে প্রায় ০২ কেজি (১.৯৩৪ কেজি) ওজনের ১৭ টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামী- মোঃ সঞ্জয় সরকার (৩৭) সে ফরিদপুর বোয়ালমারী থানাধীন ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।
যশোর ৪৯ বিজিবি জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নিদের্শনায় যশোরের কোতয়ালী থানাধীন নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় হাসান ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তার অভিযান চালায় বিজিবি। এ অভিযানে পাকা রাস্তার উপর হতে প্রায় ২ কেজি (১.৯৩৪ কেজি) ওজনের ১৭ (সতের) টি স্বর্ণের বার এবং ১টি মোবাইলসহ সোনার বর
 বহনকারী একজনকে আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩,০৮,৩১,৮২৮/- (তিন কোটি আট লক্ষ একত্রিশ হাজার আটশত আঠাশ) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং নগদ ২,২৮৪/- টাকাসহ *সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩,০৮,৫৪,১১২/- (তিন কোটি আট লক্ষ চুয়ান্ন হাজার একশত বারো) টাকা।
আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিল।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ