এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল কাগমারী কিন্ডার গার্ডেনের সামনে রাস্তার উপর থেকে প্রাইভেটকারে করে স্কুল ছাত্রী অপহরণ ঘটনায় সুমস নামে এক আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- মোঃ সুমন (২২) সে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মোঃ সেলিমের ছেলে।
থানা পুলিশ জানায়, চলতি মাসের ৮ই সেপ্টম্বর বাদিনী মোছাঃ শিখা খাতুন থানায় হাজির হয়ে লিখিত ভাবে জানায় দুপুর ১২টার সময় বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ বাদিনীর মেয়ের স্কুলে পরীক্ষা শেষে বাদীসহ বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ কাগমারী কিন্ডার গার্ডেনের সপ্তম শ্রেণীর ছাত্রী জাকিয়া পারভীন স্কুলের সামনে রাস্তার উপর পৌছাইলে একটি প্রাইভেট কার যোগে আসামী মোঃ সুমন তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৩/৪জন আসামীর সহযোগীতায় বাদিনীর মেয়ে ভিকটিম মোছাঃ জাকিয়া পারভীনকে জোর পূর্বক উক্ত প্রাইভেট কারে তুলে নেয়। উক্ত সময় আসামীরা বাদিনীকে ধাক্কা দিয়ে রাস্তার ফেলে রেখে ভিকটিমকে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় বলে জানায়। বাদিনীর অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করে মামলার তদন্তভার পড়ে এসআই (নিঃ) মোহাম্মাদ মামুন শেখ এর উপর। এসআই মামুন শেখ এঘটনা আমলে নিয়ে ভিকটিমকে উদ্ধারে নেটওয়ার্ক বিস্তার করেন এবং ৪৮ ঘন্টার মধ্যে আজ বুধবার (১০ সেপ্টম্বর) বেনাপোল হাইওয়ে রোড এলাকা থেকে ভিকটিম মোছাঃ জাকিয়া পারভীনকে উদ্ধার ও আসামী সুমনকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়ে বলেন, আটককৃত আসামী সুমনকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং উদ্ধারকৃত ভিকটিমকে আইনগত কার্যক্রম শেষে নিরাপদ হেফাজতে প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।