শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

এমএম জামান ফরিদপুর, প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক গৃহবধূর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে।মৃত গৃহবধূর নাম মোছা. অন্তরা আক্তারী (২৯) সে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মিরু শেখের স্ত্রী।

অচেতন অবস্থায় শনিবার (৬সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহ পরিচালিকার ভিসায় বিদেশ গমনেচ্ছু দুই সন্তানের জননী অন্তরা বেগমকে বিদেশ যেতে বাধা দেয় স্বামী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ লেগেছিল।

তারই ধারাবাহিকতায় গত রাতে দুজনে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। অভিমানে রাতের কোনো একসময় ঘুমের ওষুধ জাতীয় কিছু খেয়ে থাকতে পারে বলে ধারণা করছেন প্রতিবেশিরা। ভোরে ঘুম থেকে জেগে স্ত্রীকে অচেতন দেখে প্রতিবেশীদের সাহায্যে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বামী মিরু শেখ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম শুভ তাকে মৃত ঘোষণা করে।

স্বামী মো. মিরু শেখ জানান- আমার শাশুড়ির প্ররোচনায় আমার স্ত্রী বিদেশে গৃহ পরিচালিকার ভিসায় যেতে এক দালালের খপ্পরে পড়ে।

তাকে উচ্চ বেতনের আশ্বাস দেওয়ায় সে বিদেশে যেতে জিদ ধরে।আমি তাকে বিদেশে যেতে মানা করি। কিন্তু সে আমাকে না জানিয়ে পাসপোর্ট ভিসা এমনকি হাতের ছাপ গোপনে দিয়ে আসে। এটা জানতে পেরে আমি তাকে গতরাতে রাগারাগি করি। ঘুম থেকে জেগে দেখি সে অচেতন, শরীরও ঠান্ডা।

এ-ব্যপারে আল-আমিন ট্যুরস এন্ড ট্র্যাভেলস এর মার্কেটিং অফিসার আব্দুল কুদ্দুস শেখ মুঠো ফোনে বলেন, আমি (তাঁকে) অন্তরা আক্তারী কে বিদেশ নিতে চেয়েছিলাম, যেটা ওর বাবা মা শ্বশুর শ্বাশুড়ি ও বোন জানে। ওনার থেকে আমি কোন টাকা নেইনী, মারা গেছে সেটাও জানিনা, আপনার কাছে জানলাম। তিনি বলেন, সৌদি আরব যেতে টাকা লাগে না। আমরা কোন টাকা নেইনা।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।

সুরতহাল প্রস্তুতকারী পুলিশের উপপরিদর্শক শিমুল মোল্যা জানান- খবর পেয়ে আমরা মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে সুরতহাল করেছি। তার দেহে কোনো চিহ্ন পাওয়া যায় নাই। তবে বাম চোয়াল কিছুটা ফোলা ছিলো। তার মুখেও কোনো গন্ধ পাওয়া যায় নাই। এটা আত্মহত্যা কিনা সেটা ময়নাতদন্ত শেষে বোঝা যাবে। আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান- মৃত গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ