নিউজ ডেক্সঃ ফরিদপুর সদর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ জানায়, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল আনুমান ৫টা ১৫ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় গোল্ডেন লাইন পরিবহণের ঢাকা মেট্রো-ব-১৩-১১১১ বাস হতে মোঃ এনায়েত উল্লাহ (৩২), পিতা- তোফায়েল আহম্মদ, সাং- বালুখালি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’কে সন্দেহ মূলক ভাবে আটক করা হয়। আসামী মোঃ এনায়েত উল্লাহ’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে। আসামী মোঃ এনায়েত উল্লাহ’কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে তাকে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে আসামির পেটের মধ্যে বস্তু সদৃশ কিছু দেখা যায়। পরবর্তীতে গতকাল ০৪/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ১৮.৩৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে আসামি এনায়েত উল্লাহ’কে মলত্যাগ করিয়ে তার পেট থেকে ৪৪ টি কালো চকোলেট সদৃশ প্যাকেটে সর্বমোট ২০৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৬,১০,৫০০/- (ছয় লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা* উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।