ফরিদপুরে উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা ৩০ মিনিটে, ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাছিরুল ইসলামের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী ডাকবাংলো রোড হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন আহমেদ এ-র সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড, সিরাজুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমটির সদস্য, খাঁন আতাউর রহমান, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল কুদ্দুস শেখ, কাজী কামরুল হক মিজান , সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, মাহাবুবুর রশিদ হেলাল, জেলা যুবদলের সহ সম্পাদক ইমরান হোসাইন, মহিবুল ইসলাম তুহিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু, সঞ্চয় কুমার সাহা, উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, পৌর কৃষকদলের আহ্বায়ক বজলুর করিম চাদ, সদস্য সচিব দুলু চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব আল আমিন, যুগ্ম আহ্বায়ক মহসিন আলম চান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, দেলোয়ার হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু কালাম, পৌর মৎসজীবিদলের সদস্য সচিব কামাল বিশ্বাস, বিএনপি নেতা চুন্নু শেখ, সাবেক ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব প্রমুখ।

এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠন খন্ড খন্ড মিছিল নিয়ে ডাক বাংলো এলাকায় সমবেত হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ