বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেনের পিতা কাসেদ আলী মেম্বর বুধবার দুপুর ২ টা ৪০ মিনিটে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি দুই ছেলে ১ মেয়ে, স্ত্রী ও নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

তিনি জীবদ্দশায় বিভিন্ন জনসেবা মুলুক কাজ করে গছেন। তিনি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। এবং উপজেলা ওলামা গোলের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বাগআঁচড়া হাইস্কুল মাঠে তার নামাজে জানাযায় অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত কাসেদ আলী বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের পিতা।তিনি বাগআঁচড়া ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।রাজনৈতিক জীবনে তিনি বিএনপির উপজেলা ও ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানিয়েছেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিত,যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবেরুল হক সাবু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ