সমাজের চোখ নিউজ ডেক্সঃ র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার সালথা থানার হোগলাকান্দী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (২৭ আগষ্ট) রাত ৩.৪৫ ঘটিকায় প্রথম অভিযানে হোগলাকান্দী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১,৫৩,০০০/- টাকা মূল্যের ৫১ বোতল ফেনসিডিল ও আনুমানিক ২,১০০/- টাকা মূল্যের ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নিলয় ইসলাম তাসির (২২), পিতা- মোঃ ফরহাদ হোসেন ও ২। মোঃ জামিল আহম্মেদ হযরত (২৪), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, উভয় সাং- শোভারামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

অভিযানের ধারাবাহিকতায় একই দিন রাত ০৪.৪৫ ঘটিকায় দ্বিতীয় দফায় একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আনুমানিক ২,০৭,০০০/- টাকা মূল্যের ৬৯ বোতল ফেনসিডিলসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সাব্বির মাঝি (৩০), পিতা- মৃত নুরুজ্জামান মাঝি, সাং- পূর্ব খাবাসপুর (তালতলা মাঠ), থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ও ২। মোঃ আমিনুল ইসলাম বুলবুল (৪২), পিতা- মৃত মহর আলী মুন্সি, সাং- কয়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।