এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অভিদপ্তরের অভিযানে বেনাপোল বাজারের প্রাণকেন্দ্র মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আজিজ মিষ্টান্ন্য ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অভিদপ্তর।
বুধবার (২০ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অভিদপ্তর টিম।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর যশোর এর সহকারী পরিচালক মোঃ সেলিম উজ জামান এর নেতৃত্বে।
এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল সহ নানা শ্রেণি পেশার মানুষ। এ সময় অনেকে বলেন, এ ধরণের অভিযান বেনাপোলে নিয়মিত প্রয়োজন। মিষ্টির দোকানগুলো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে। যে যেমন পাচ্ছে তেমনি ভাবে দাম বাড়িয়ে এক প্রকার নীরব ডাকাতি করছে।