এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ রমজান মোড়ল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- মোঃ রমজান মোড়ল (৪৮) সে যশোরের শার্শা থানাধীন পাঁচ ভুলট গ্রামের মৃত আকবর মোড়ল এর ছেলে।
![]()
থানা পুলিশ জানায়, বৃহষ্পতিবার (১৪ আগস্ট)বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাসেল মিয়া এর দিক নির্দেশনায় এএসআই (নিঃ) এসএম আইয়ুব আলী ০৯.২০ ঘটিকার সময় সংগীয় ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ কদমতলা টু বারপোতাগামী রোডস্থ জনৈক মোঃ বিল্লাল হোসেন (৪০), পিতা-মোঃ হামিদ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ধৃত আসামী মোঃ রমজান মোড়ল এর দুই পায়ের সাথে বিশেষ কায়দায় লুকানো অবস্হায় সর্বমোট ১০ (দশ) বোতল ফেন্সিডিল, মোট মূল্য অনুমান-৩০,০০০/- টাকা উদ্ধার করে থানায় হাজির করে এজাহার দায়ের করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে ইং ১৪/০৮/২০২৫ তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।