বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর ডেমরা এলাকায় মাদক বিরোদী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
আটককৃত আসামীরা হলো- বরিশালের হিজলা থানাধীন চরগঙ্গাপুর গ্রামের সাহাব আলী সরদারের ছেলে মোঃ শাহ আলম (৪০) ও চাঁদপুর হাইমচর থানাধীন কাটাখালী গ্রামের মোঃ ইয়াছিন দেওয়ানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২০)।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমান ১৯.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন ডগাইর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪৫,৫০০/- (পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।