
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট সাদীপুর রোডে একটি দোকান ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনায় চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও নগদ টাকা সহ চুরি মামলার প্রধান আসামী সাজুকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামি- মোঃ সাজু (২৭) সে শার্শা থানাধীন ধলদা গ্রামের মোঃ মোন্তাজ মিয়া র ছেলে।
থানা পুলিশ জানায়, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিলন মোল্লা, এসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় ০২/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় সময় বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ জেলামারির মাঠ নামক স্থানে ঘেরের মাঝে অভিযান পরিচালনা করে চুরি মামলার প্রধান আসামী মোঃ সাজু (২৭) কে গ্রেফতার করা হয়। বর্নিত আসামীর হেফাজত হতে চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল, চোরাই মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ধৃত আসামীর হেফাজত হতে এলাকার লোকজনদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্নিত আসামীর হেফাজতে হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং-২, তারিখ-২/৮/২০২৫ খ্রিঃ, ধারা-19(f) The Arms Act 1878 রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৩১/০৭/২০২৫ তারিখ রাত্র অনুমান ০১.১৫ ঘটিকা হইতে রাত্র অনুমান ০১.৪৫ ঘটিকার মধ্যেকালীন সময়ে বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ সাদীপুর গামী রোডে শেখ সুপার মার্কেটের নীচ তলায় বিকাশ ব্যবসায়ী মোঃ আক্তারুজ্জামান (৪৫), পিতা-মোঃ টগর আলি, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-দৌলতপুর, ডাকঘর-বালুন্ডা ৭৪৩১, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর দোকান ঘরের স্যাটার ফাঁকা করে দোকান ঘর হতে টাকা ও মোবাইল চুরির ঘটনা সংক্রান্ত বর্নিত ব্যক্তি অদ্য থানায় হাজির হয়ে এজাহার দায়ের করিলে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১, তারিখ-০২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-
৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ-
১। একটি বার্মিজ চাকু
২। একটি কাঁঠের বাটযুক্ত লোহার ছোরা
৩। একটি চাইনিজ কুড়াল
৪। একটি লোহার হাতলযুক্ত দা
৫। চোরাইকৃত একটি বাটন মোবাইল ফোন ও চোরাইকৃত নগদ ২,০০০/- টাকা
৬। চোরাই কাজে ব্যবহৃত একটি স্যালাই রেঞ্চ
৭। চোরাই কাজে ব্যবহৃত একটি র্যা ত
৮। চোরাই কাজে ব্যবহৃত একটি লোহার হাতুড়ী
৯। চোরাই কাজে ব্যবহৃত একটি গ্যাসটল