এম এম জামান, ফরিদপুরঃ ফরিদপুর ০১ আসনের সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, রাজাকার-স্বৈরাচার আর ভন্ড চরমোনাই এক হয়ে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা কথায় কথায় এখন বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নামে বিষোদগার করছে। কিন্তু কোন অপশক্তিই বিএনপি’র অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। অপপ্রচার চালিয়ে, নিন্দা-মন্দ করে এদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে বিএনপি’কে আলাদা করা যাবে না। দিন শেষে এ দেশের মানুষ বিএনপিকেই বরণ করে ঘরে তুলে নেবে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে স্মরণ কালের বৃহত্তম এক বিক্ষোভ মিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। স্থানীয় ডাকবাংলো সড়কে এ পথ সভায় খন্দকার নাসিরুল ইসলাম ঢাকায় জামাতের মহাসমাবেশ সম্পর্কে বলেন, কোটি-কোটি টাকা খরচ করে তারা আজ ঢাকায় সমাবেশ করছেন। এই টাকার উৎস কি? ধর্মের নামে যারা চাঁদাবাজি করে সংগঠন চালায় তাদের মুখে অন্যকে চাঁদাবাজ বলে গালি দেয়া শোভা পায়না। স্বাধীনতা বিরোধী এই খুনি, ধর্ষনকারী চাঁদাবাজ গোষ্ঠীর বাংলার মাটিতে কোন ঠাই হবে না।
চরমোনাই পীর কে ‘ভন্ড’আখ্যা দিয়ে নাসিরুল ইসলাম বলেন, এই জর্দা বাবা সৌদি আরব গিয়ে চুরি করে জেল খেটেছেন। মিথ্যা বলার অপরাধে ছাত্রলীগ তার দাঁত ভেঙে দিয়েছিল। সেই চরমোনাই এখন ফ্যাসিষ্টদের পুনর্বাসনের জন্য পুরোনো শত্রু জামাতের সাথে হাত মিলিয়ে বি এন পিকে দমাতে চাইছে। কিন্তু তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না।
বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুস শুকুর শেখ, শেখ আফসার উদ্দিন আহমেদ, খান আতাউর রহমান মোহাম্মদ ইকরাম হোসেন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, যুবদল নেতা মোঃ ইমরান হোসাইন, রবিউল ইসলাম সম্রাট, মোহাম্মদ আমিনুল ইসলাম, কৃষক দল নেতা ফজলুল করিম চাঁদ, রাফিউল আলম মিন্টু, মোঃআলামিন হুসাইন ও ছাত্রনেতা বায়েজিদ খান রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ডাকবাংলো এলাকায় এসে সমবেত হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।